অনেক বড় কুয়া। কিন্তু তা প্রায় শুকিয়ে গেছে। তলায় সামান্য পানি জমছে। তা সংগ্রহ করতে নেমে যেতে হচ্ছে কুয়ার মধ্যে। তাও নানা কসরত করে, ভয়ংকর ঝুঁকি নিয়ে। আবার পানি সংগ্রহ করে খাড়া দেয়াল বেয়ে উঠে আসতে হচ্ছে। ভারতের মধ্যপ্রদেশের অনেক মানুষের জন্য এ যেন জীবনসংগ্রাম। খাওয়ার পানি সংগ্রহ করতে এক নারীর জীবনের ঝুঁকি নেওয়ার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুধু মধ্যপ্রদেশ নয়, ভারতের অনেক এলাকায় খাবার পানির তীব্র সংকটের চিত্র সামনে এনেছে।
বিবিসি জানিয়েছে, কুয়া ও পুকুরগুলো শুকিয়ে যাওয়ায় মধ্যপ্রদেশের ঘুসিয়া গ্রামের বাসিন্দাদের বাধ্য হয়ে এমন চরম ঝুঁকি নিতে হচ্ছে। পানির জন্য ভারতীয়দের জীবনের ঝুঁকি নেওয়ার ভিডিও প্রায়ই ভাইরাল হচ্ছে। এপ্রিলেও প্রায় একই ধরনের একটি ভিডিওতে মহারাষ্ট্রে এক নারীকে পানি নিতে কুয়ায় নামতে দেখা গিয়েছিল। ২০১৯ সালের এক বৈশ্বিক প্রতিবেদনে যে ১৭টি দেশে পানির ঘাটতি তীব্র বলে জানানো হয়েছিল, ভারত ছিল তার একটি। মধ্য প্রদেশে, পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ, গুজরাট, উত্তরাখ ও হরিয়ানায় এ সংকট তীব্র বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। ঘুসিয়ার ক্রুদ্ধ গ্রামবাসীরা বলছেন, ‘সরকারি কর্মচারী আর রাজনৈতিক নেতারা কেবল নির্বাচনের সময়ই গ্রামে আসেন। এ বছর আমরা সিদ্ধান্ত নিয়েছি, পানি সরবরাহ ঠিক না হওয়া পর্যন্ত আমরা ভোটই দেব না,’ বার্তা সংস্থা এএনআইকে এমনটাই বলেছেন এক নারী। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অনেকেই ভাইরাল এই ভিডিও দেখে ‘হৃদয় ভেঙে যাওয়ার’ কথা জানিয়েছেন।