শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

শব্দের চেয়ে বেশি গতির বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ উৎক্ষেপণ সফল বলে দাবি করেছেন মার্কিন কর্তৃপক্ষ। শব্দের থেকে পাঁচ গুণ দ্রুত গিয়ে লক্ষ্যে আঘাত করে এ মিসাইল। তবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীন ও রাশিয়া অনেক দূর এগিয়ে গেছে। তারা উন্নতমানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বানিয়েছে বলে খবর।

এ অবস্থায় মার্কিন সেনাবাহিনীর ডিফেন্স রিসার্চ প্রজেক্ট এজেন্সির (ডিএপিআরএ) তরফ থেকে দুই দিন আগে ঘোষণা করা হয়, তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। ডিএপিআরএ জানিয়েছে, বুধবার নিউ মেক্সিকোর স্যান্ডস মিসাইল রেঞ্জে এ পরীক্ষা করা হয়। মঙ্গলবারও এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়। সেটা করে মার্কিন বিমানবাহিনী। তারা ক্যালিফোর্নিয়ার তটভূমিতে এ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা এয়ার লঞ্চড রেপিড রেসপন্স ওয়েপনের (এআরআরডব্লিউ) পরীক্ষা করে। এর আগে এ পরীক্ষা সফল হয়নি। ফলে যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল, তারা এ অস্ত্রের ক্ষেত্রে চীন ও রাশিয়ার পেছনে পড়ে যাচ্ছে। ২৯ জুন ওই পরীক্ষা হয়েছিল। হাইপারসনিক অস্ত্র শব্দের থেকে পাঁচ গুণ গতিতে ওপরের বায়ুমণ্ডল দিয়ে যায়। যুদ্ধবিমানের ডানার নিচে এ ক্ষেপণাস্ত্র লাগানো থাকে এবং তা নিখুঁতভাবে লক্ষ্যে গিয়ে আঘাত করতে পারে।

 

 

সর্বশেষ খবর