শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দিল্লির দাবি রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত

ভারত কি তার পররাষ্ট্রনীতিতে বদল আনছে? বৃহস্পতিবার জাতিসংঘে প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে ভারতের ভোট দেওয়া নিয়ে এমন প্রশ্ন উঠছে। তবে এ প্রশ্নের উত্তর গতকাল দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, ভারত জেলেনস্কির ভাষণে সম্মতি দিয়েছে। কিন্তু একে মোটেই রাশিয়ার বিরুদ্ধে ভোট বলা যায় না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি ভারত মোটেই কারও বিরুদ্ধে ভোট দেয়নি। একটা প্রস্তাব রাখা হয়েছিল জেলেনস্কিকে বলতে দেওয়ার বিষয়ে। আমরা তাতে সম্মতি জানিয়েছি। এ নিয়ে তৃতীয় বার তিনি ভার্চুয়ালি বক্তব্য দিলেন। আমরা একে সমর্থন জানিয়েছি। এখানে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসছে না।’ ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে জেলেনস্কিকে নিরাপত্তা পরিষদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। তিনি বক্তব্য পেশ করতে পারবেন কি না, সে বিষয়টি নিয়েই ভোটাভুটি শুরু হয়। স্বভাবতই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় রাশিয়া। বরাবরের অবস্থান বজায় রেখে ভোটদান থেকে বিরত থাকে চীন। ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ভারতসহ ১৩ দেশ। এর পরই শুরু হয় গুঞ্জন। কেন প্রথমবার প্রকাশ্যে রাশিয়ার বিরুদ্ধে গেল ভারত?

সর্বশেষ খবর