রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

জলবায়ু সম্মেলনের আগে অর্থায়নের দাবি আফ্রিকান নেতাদের

জলবায়ু পরিবর্তন গোটা বিশ্বের জন্য কঠিন এক চ্যালেঞ্জ। এবার আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ঠেকাতে আগামী কপ২৭ সম্মেলনের আগেই অর্থায়নের ব্যাপারে প্রতিশ্রুতি বাস্তবায়ন চেয়েছেন ধনী দেশগুলোর কাছে। মহাদেশটির বিভিন্ন দেশের মন্ত্রীরা শুক্রবার মিসরের রাজধানী কায়রোতে তিন দিনের ফোরামে অংশ নেন। সেখানেই এ আহ্বান জানান তারা। দুই মাস পর আগামী নভেম্বরে এবার কপ২৭ জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে মিসরে। ফোরামের শেষে এক বিবৃতিতে ২৪ জন নেতা বলেন, ‘আমরা উন্নত দেশগুলোকে জলবায়ুবিষয়ক ও উন্নয়নে অর্থায়নের ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি পূরণ করার, একই সঙ্গে দ্বিগুণ অভিযোজন অর্থায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করতে, বিশেষ করে আফ্রিকার জন্য তাদের প্রতিশ্রুতি পূরণ করার আহ্বান জানান তারা’। চলতি সপ্তাহে জাতিসংঘের সাবেক প্রধান বান কি-মুন বলেন, আফ্রিকা মহাদেশ বিশ্বব্যাপী কার্বনের মাত্র তিন শতাংশ নিঃসরণ করে। তবে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে সেসব দেশের ওপরেও। উল্লেখযোগ্যভাবে খরা ও বন্যার কারণে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আফ্রিকান নেতারা বলেন যে, ‘আফ্রিকা মহাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির অসম ক্ষতি হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আর্থিক সহায়তার প্রয়োজন।

সর্বশেষ খবর