রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

‘বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে উ. কোরিয়া’

উত্তর কোরিয়া নিজেদের পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করায়, এই ঘটনার নিন্দা জানিয়েছে ফ্রান্স। পিয়ংইয়ং এরই মধ্যে এ সম্পর্কিত একটি আইন পাস করেছে। ওই নতুন আইনে বলা হয়েছে, দেশের আত্মরক্ষার জন্য উত্তর কোরিয়া আগেই পারমাণবিক হামলা চালাতে পারবে। এদিকে দেশটির এমন পদক্ষেপের সমালোচনা করে শুক্রবার ফ্রান্সের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার প্রতিরোধমূলক পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি ‘বিশ্ব এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়ার এমন পদক্ষেপ বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।

সর্বশেষ খবর