ফুটবলের দেশ ব্রাজিলে আগামী রবিবার প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার মধ্যে প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে বলসোনারোর চেয়ে বেশ এগিয়ে লুলা। জরিপে আগামী ২ অক্টোবর নির্বাচনের প্রথম রাউন্ডের ভোটে লুলা ডি সিলভার পক্ষে রয়েছে ৪৬ শতাংশ সমর্থন; যেখানে বলসোনারোর পক্ষে রয়েছে ৩৩ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বলসোনারোর বিপরীতে লুলার জনসমর্থন বেড়েই চলেছে। তবে লুলা যে জনপ্রিয় হচ্ছেন বছর কয়েক আগে তার অবস্থা এমন ছিল না। শ্রমিক নেতা থেকে ২০০৩ সালে তিনি প্রেসিডেন্ট হন ব্রাজিলের। ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলের ৩৫তম রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে রাতারাতি বদলে গিয়েছিল ব্রাজিলের দরিদ্রদের ভাগ্য। ব্যাপক উন্নতি হয়েছিল শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতে। ক্ষমতা ছাড়েন ৯০ শতাংশ জনসমর্থন নিয়ে। কিন্তু ক্ষমতা ছাড়ার পরই ‘দুর্নীতি’র দায়ে ২৫ বছরের কারাদন্ড দেওয়া হয় তাকে। সবাই ভেবেছিল, তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। কিন্তু সেই লুলাই এখন আরও একবার ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে। তিন বছর জেল খেটে বের হয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি এক সন্ধ্যায় রিও ডি জেনিরোতে শ্রমজীবী শ্রেণির এক সমাবেশে সেই লুলা ডি সিলভার নাম নিয়েই স্লোগান তোলে হাজার হাজার মানুষ। লুলা ডি সিলভার জন্ম উত্তরপূর্ব ব্রাজিলের এক দরিদ্র পরিবারে। ১২ বছর বয়সে তাকে স্কুল ছাড়তে হয় ভাইবোন ও মাকে সাহায্য করার জন্য। কাজ নেন একটি অটো যন্ত্রাংশের কারখানায়। কয়েক বছর পর কারখানায় এক দুর্ঘটনায় তিনি আঙুল হারান। তরুণ বয়সেই লুলা জড়ান রাজনীতিতে। তার নেতৃত্বে ইস্পাত শ্রমিকরা অনেকগুলো ধর্মঘট করেন। ওসব আন্দোলনের ফলে ১৯৮৫ সালে ব্রাজিলে স্বৈরতন্ত্রের পতন হয়। এরপর লুলা পর পর তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়েন ১৯৮৯, ১৯৯৪ ও ১৯৯৮ সালে। তিনবারই পরাজিত হন। অবশেষে ২০০২ সালের নির্বাচনে জয়ের দেখা পান লুলা। তারপর জেল। সেখান থেকে আবার প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে।
শিরোনাম
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক
- কেরালায় ভয়ঙ্কর হয়ে উঠেছে মস্তিষ্ক-খেকো অ্যামিবা, নয় মাসে মৃত্যু ১৭
- আখাউড়ায় বিজয় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
- রশিদপুরের পুরনো কূপ থেকে নতুন করে গ্যাস সঞ্চালন শুরু
- শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বিজিএমইএ’র বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- খোলাহাটীতে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের দাবিতে মানববন্ধন
ব্রাজিলে নির্বাচন
জরিপে এগিয়ে কারাভোগী সাবেক প্রেসিডেন্ট লুলা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর