ফুটবলের দেশ ব্রাজিলে আগামী রবিবার প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভার মধ্যে প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক জরিপে দেখা গেছে বলসোনারোর চেয়ে বেশ এগিয়ে লুলা। জরিপে আগামী ২ অক্টোবর নির্বাচনের প্রথম রাউন্ডের ভোটে লুলা ডি সিলভার পক্ষে রয়েছে ৪৬ শতাংশ সমর্থন; যেখানে বলসোনারোর পক্ষে রয়েছে ৩৩ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বলসোনারোর বিপরীতে লুলার জনসমর্থন বেড়েই চলেছে। তবে লুলা যে জনপ্রিয় হচ্ছেন বছর কয়েক আগে তার অবস্থা এমন ছিল না। শ্রমিক নেতা থেকে ২০০৩ সালে তিনি প্রেসিডেন্ট হন ব্রাজিলের। ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রাজিলের ৩৫তম রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে রাতারাতি বদলে গিয়েছিল ব্রাজিলের দরিদ্রদের ভাগ্য। ব্যাপক উন্নতি হয়েছিল শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতে। ক্ষমতা ছাড়েন ৯০ শতাংশ জনসমর্থন নিয়ে। কিন্তু ক্ষমতা ছাড়ার পরই ‘দুর্নীতি’র দায়ে ২৫ বছরের কারাদন্ড দেওয়া হয় তাকে। সবাই ভেবেছিল, তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। কিন্তু সেই লুলাই এখন আরও একবার ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে। তিন বছর জেল খেটে বের হয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি এক সন্ধ্যায় রিও ডি জেনিরোতে শ্রমজীবী শ্রেণির এক সমাবেশে সেই লুলা ডি সিলভার নাম নিয়েই স্লোগান তোলে হাজার হাজার মানুষ। লুলা ডি সিলভার জন্ম উত্তরপূর্ব ব্রাজিলের এক দরিদ্র পরিবারে। ১২ বছর বয়সে তাকে স্কুল ছাড়তে হয় ভাইবোন ও মাকে সাহায্য করার জন্য। কাজ নেন একটি অটো যন্ত্রাংশের কারখানায়। কয়েক বছর পর কারখানায় এক দুর্ঘটনায় তিনি আঙুল হারান। তরুণ বয়সেই লুলা জড়ান রাজনীতিতে। তার নেতৃত্বে ইস্পাত শ্রমিকরা অনেকগুলো ধর্মঘট করেন। ওসব আন্দোলনের ফলে ১৯৮৫ সালে ব্রাজিলে স্বৈরতন্ত্রের পতন হয়। এরপর লুলা পর পর তিনবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়েন ১৯৮৯, ১৯৯৪ ও ১৯৯৮ সালে। তিনবারই পরাজিত হন। অবশেষে ২০০২ সালের নির্বাচনে জয়ের দেখা পান লুলা। তারপর জেল। সেখান থেকে আবার প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ব্রাজিলে নির্বাচন
জরিপে এগিয়ে কারাভোগী সাবেক প্রেসিডেন্ট লুলা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর