শিরোনাম
শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মেক্সিকোর টাউন হলে গুলি, মেয়রসহ নিহত ১৮

মেক্সিকোতে বন্দুক হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি ছোট শহরে এই হামলার ঘটনা ঘটে। দুটি গাড়িতে করে এসে বন্দুকধারীরা মেয়র কনরাডো মেন্দোজা এবং তার বাবা হুয়ান মেন্দোজাকে গুলি করে হত্যা করে। হুয়ান মেন্দোজা নিজেও শহরটির সাবেক মেয়র ছিলেন। গুয়েরেরো প্রদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্লুমবার্গ। পুলিশ বলছে, দলীয় সদস্যের হত্যার বদলা নিতেই এ হত্যাযজ্ঞ চালিয়েছে মাদক মাফিয়ারা। এদিকে মেয়র কনরাডো মেন্দোজা আলমেডার মৃত্যুতে শোকপ্রকাশ করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তার দল পিআরডি। টাউন হলে হামলার আগে শহরের মেয়রের বাবা জুয়ার মেন্দোজা অ্যাকোস্টার বাড়িতে ঢুকে তাকে খুন করে মাদক মাফিয়ারা।

উল্লেখ্য, সান মিগুয়েল শহরটি গুররেও প্রদেশে অবস্থিত। আর এই গুররেওয়ে মাদক মাফিয়াদের দৌরাত্ম্য মারাত্মক। সেখানে গোলাগুলি বা খুনোখুনির ঘটনা প্রায়শই ঘটে থাকে। তবে এ ধরনে নারকীয় হত্যালীলা নজিরবিহীন বলেই দাবি করছে এলাকাবাসী।

সর্বশেষ খবর