বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৩

নেপালের পশ্চিমাংশে একটানা বৃষ্টির জেরে বন্যা ও ভূমিধসের ঘটনায় অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। নেপালের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় কার্নালি প্রদেশ সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে। সেখানে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। প্রদেশজুড়ে এখনো পর্যন্ত ২২ জন নিখোঁজ রয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ। বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে উদ্ধারকর্মীদের অভিযান কষ্টসাধ্য হচ্ছে বলে জানানো হয়েছে। কালিকত জেলায় সবচেয়ে বেশি নিখোঁজের ঘটনা ঘটেছে। দেশটিতে দুর্যোগে এখন পর্যন্ত ১১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে দেশটির ন্যাশনাল এমারজেন্সি অপারেশন সেন্টার জানিয়েছে।

সর্বশেষ খবর