গোটা ভারতজুড়ে ব্যাহত রয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা। কেবল ভারতই নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশেও হোয়াটসঅ্যাপ পরিষেবা ডাউন রয়েছে বলে জানা গেছে। হোয়াটসঅ্যাপের পরিষেবাগুলো আংশিক ব্যাঘাতের কথা স্বীকার করেছেন মেতার এক মুখপাত্র। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এক বিবৃতি প্রকাশ করে জানান, আমরা জানি যে, কিছু লোকের বার্তা পাঠাতে সমস্যা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবার জন্য হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধারের ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
গতকাল দুপুর সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করে কাজ বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপ। সেই থেকে প্রায় টানা দেড় ঘণ্টার বেশি সময় ধরে সার্ভার ডাউন থাকায় চরম সমস্যায় পড়েছেন এর ব্যবহারকারীরা। তারা এ মেসেজিং প্লাটফর্মে কোনো বার্তা পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না। এখনো প্রায় ১১ হাজারের বেশি ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ বন্ধ করার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন। হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার পরেই, এ অ্যাপ ব্যবহারকারী ব্যক্তিরা তাদের অন্য সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাদের সমস্যার কথা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন।