মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

অধিকাংশ সম্পদই দান করতে চান বেজোস

অধিকাংশ সম্পদই দান করতে চান বেজোস

ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস জানিয়েছেন তার ১২৪ বিলিয়ন ডলারের সম্পদের অধিকাংশই তিনি জীবদ্দশায় দান করে যাবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। গতকালের সেই সাক্ষাৎকারে বেজোস কোন কোন খাতে তার অর্থ ব্যয় করবেন সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি।

বলেছেন, তিনি ও তার জীবন সঙ্গী লরেন সানচেজ এই অর্থ দান করে যাওয়ার সামর্থ্য অর্জন করছেন। জলবায়ু বিপর্যয় মোকাবিলায় ১০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন এই ধনকুবের। বেজোস আর্থ ফান্ডের মাধ্যমে এই তহবিল খরচ করা হবে।

এছাড়া মার্কিন গায়ক ও মানবতাবাদী ডলি পার্টনকে ১০ কোটি ডলার উপহার হিসেবে দেওয়া হয়েছে ‘বেজোস কারেজ ও সিভিলিটি অ্যাওয়ার্ডের’ মাধ্যমে। রয়টার্স

সর্বশেষ খবর