রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী এখন ইরান : যুক্তরাষ্ট্র

রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী এখন ইরান : যুক্তরাষ্ট্র

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এর পর থেকেই পশ্চিমা বিশ্ব বলে আসছে, রাশিয়াকে অস্ত্রসহ নানাভাবে সহযোগিতা করছে ইরান। রাশিয়া ও ইরানের সম্পর্ক উষ্ণ হয়ে এখন পরিপূর্ণ প্রতিরক্ষা অংশীদারিত্বে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কারবি বলেছেন, রাশিয়া নজিরবিহীন সামরিক সহায়তা দিচ্ছে। ওই দুই দেশ যৌথভাবে প্রাণঘাতী ড্রোন উৎপাদনের বিষয়টি বিবেচনা করছে, এমন বিবরণ যুক্তরাষ্ট্র দেখেছে বলে জানিয়েছেন তিনি। শীর্ষ মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইরান এখন রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে ইরানি ড্রোন ব্যবহার করছে, সম্প্রতি কিয়েভ এমন অভিযোগ করার পর দেশ দুটির মধ্যে সহযোগিতার বিষয়টি সামনে এসেছে। ইরান প্রথমে রাশিয়াকে কোনো ড্রোন পাঠানোর কথা অস্বীকার করেছিল, কিন্তু পরে কবুল করে ইউক্রেনে আক্রমণ শুরু হওয়ার আগেই তারা কিছু ড্রোন পাঠিয়েছিল। কারবি বলেছেন, ড্রোন উৎপাদনের ক্ষেত্রে ইরান ও রাশিয়ার অংশীদারিত্ব ইউক্রেন, ইরানের প্রতিবেশী দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ক্ষতিকর হতে পারে। তিনি বলেন, ‘অস্ত্র উৎপাদন, প্রশিক্ষণের মতো ক্ষেত্রগুলোতে রাশিয়া ইরানের সঙ্গে সহযোগিতা করতে চাইছে।’ তিনি আরও জানান, রাশিয়া ইরানকে হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষা পদ্ধতিসহ ‘অত্যাধুনিক সামরিক উপকরণ সরবরাহ’ করতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের। কারবি বলেন, ‘ইরান রাশিয়ার শীর্ষ সামরিক সমর্থনকারী হয়ে উঠেছে। লাখ লাখ ইউক্রেনীয়কে বিদ্যুৎ, তাপসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো থেকে বঞ্চিত করার জন্য রাশিয়া ইরানি ড্রোন ব্যবহার করছে। ইউক্রেনের লোকজন এখন প্রকৃতপক্ষে মারা যাচ্ছে ইরানের পদক্ষেপের ফলে।’ কারবির মন্তব্যে সাড়া দিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছেন, ইরান রাশিয়ার অন্যতম প্রধান সামরিক সহায়তাকারী হয়ে উঠেছে, তাদের এ সম্পর্ক বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। এই দুই দেশের মধ্যে হওয়া ‘নীতিহীন চুক্তির’ মাধ্যমে ইরান রাশিয়ায় কয়েক শ ড্রোন পাঠিয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, রাশিয়া কয়েক শ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ অস্ত্রের জোগান বাড়াতে চাইছে আর তাই আসছে মাসগুলোতে রাশিয়ার সামরিক বাহিনীর জন্য ইরানের সহযোগিতা বাড়বে বলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত যুক্তরাজ্য। রাশিয়াকে ‘কামিকাজে’ ড্রোন সরবরাহের জন্য ইরানকে দায়ী করেছে ইউক্রেন; এ ধরনের ড্রোন ব্যবহার করে চালানো একের পর এক হামলায় ১৭ অক্টোবর অন্তত আটজন নিহত হয়েছিল। প্রাথমিকভাবে ইরান ইউক্রেনের অভিযোগ অস্বীকার করেছিল, কিন্তু পরে কবুল করে তারা ইউক্রেনে যুদ্ধের ‘অনেক মাস’ আগে রাশিয়াকে ‘সীমিত সংখ্যক’ ড্রোন পাঠিয়েছিল। বিবিসি।

সর্বশেষ খবর