মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মেসির জন্মস্থান নিয়ে উদ্ভট মন্তব্য

বিপাকে ভারতীয় এমপি

দীপক দেবনাথ, কলকাতা

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি নাকি ভারতের আসামে জন্মগ্রহণ করেছেন- এমন এক আজব দাবি করে বসেছেন রাজ্যটির কংগ্রেস দলীয় সংসদ সদস্য (এমপি) আবদুল খালেক। এর পরই ট্রলের শিকার হন তিনি। বিপাকে পড়ে সেই টুইট তিনি ডিলিটও করেন। তবে নেটিজেনরা কটাক্ষ করতে ছাড়েননি বরপেটা লোকসভা আসনের এই সদস্যকে। রবিবার রাতে কাতারের লুসেইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জয় করে আর্জেন্টিনা। এর পরই খালেক তার নিজের টুইটার পেজে লেখেন- ‘হৃদয় থেকে আপনাকে অভিনন্দন। আপনার সঙ্গে আসামের সম্পর্ক থাকার কারণে আমরা গর্বিত।’ খালেকের ওই টুইটের পরই আদিত্য শর্মা নামে এক ব্যক্তি পাল্টা লেখেন- ‘আসামের সঙ্গে সম্পর্ক বলতে আপনি কী বোঝাতে চাইছেন?’ খালেক তার উত্তরে বলেন, ‘হ্যাঁ, মেসি আসামে জন্মগ্রহণ করেছেন।’

নিজের অজ্ঞতার কথা বুঝতে পেরে তৎক্ষণাৎ সেই টুইটটি ডিলিট করে দেন খালেক।

তবে নেটিজেনরাও ছেড়ে দিতে রাজি নন। টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি লিখেছেন- ‘হ্যাঁ তিনি আমার সহপাঠী ছিলেন।’

আরেক নেটিজেন আবার মজা করে লিখেছেন, ‘বিশ্বকাপ জয়ের পরই মেসি এবং তার স্ত্রী আসাম সফর করেছিলেন। ভুললে চলবে না আপনি কোথা থেকে আসছেন।’

আরেক টুইটার ব্যবহারকারী মেসির একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আমি আজকেই জানতে পারলাম, আমি আসামে জন্মগ্রহণ করেছি।’ অর্থাৎ মেসি আজই বুঝতে পারলেন, তার জন্ম আসামে।

সর্বশেষ খবর