মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

থাই যুদ্ধজাহাজ ডুবি, নিখোঁজ ৩১

থাইল্যান্ড উপসাগরে ডুবে গেছে থাই নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। প্রতিকুল আবহাওয়ার কবলে পড়ে গতকাল জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজটিতে ছিল ১০৬ জন। এরমধ্যে এখনো ৩৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের ভাগ্যে কি ঘটেছে তা ধারণা করা যাচ্ছে না। এ খবর দিয়েছে সিএনএন। থাইল্যান্ডের নৌবাহিনীর বরাতে বিবিসির খবরে বলা হয়েছে, ডুবে যাওয়া থাই যুদ্ধজাহাজের নাম এইচটিএমএস সুখোতাই। রবিবার রাতে ঝড়ের মধ্যে জাহাজটির বিদ্যুৎ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্লাবিত হওয়ার পর এটি ডুবে যায়। গতকাল থাই কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজডুবির পর তারা ৭৫ জন ক্রুকে উদ্ধার করেছে কিন্তু ৩১ জন এখনো উত্তাল সমুদ্রে নিখোঁজ রয়েছেন। থাইল্যান্ডের নৌবাহিনীর একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, জাহাজডুবির পর ১২ ঘণ্টারও বেশি সময় পার হলেও তাদের উদ্ধার করা যায়নি।

দেশটির কর্মকর্তারা বলেছেন, জাহাজটিতে পানি ভরে যাওয়ার পর এর সামনের অংশ প্লাবিত হয়। পরে জাহাজের পাওয়ার রুমে শর্ট সার্কিটের জেরে বিদু্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর ক্রুরা জাহাজটির নিয়ন্ত্রণ ধরে রাখতে চ্যালেঞ্জের মুখে পড়েন। একপর্যায়ে এটি ডুবে যায়।

সর্বশেষ খবর