বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

টুইটার নির্বাহীর পদ ছাড়ার ঘোষণায় রহস্য মাস্কের

যোগ্য কাউকে পেলেই টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও পদ ছাড়বেন বলে ঘোষণা দিলেন ইলন মাস্ক। এক টুইট বার্তায় তিনি তার এ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এতে তিনি বলেন, টুইটারের সিইও হতে চায় এমন ‘যথেষ্ট বোকা’ কাউকে পেলে তিনি এই পদ ছেড়ে দেবেন। তবে গতকাল আরেক টুইট বার্তায় তিনি আরও জানান, তিনি দায়িত্ব ছেড়ে দিলে কে বা কাকে দায়িত্ব দেবেন, তা ঠিক করে রেখেছেন। এর আগে টুইটার ব্যবহারকারীদের মতামত নিতে গিয়ে বিপাকেই পড়েন মাস্ক। গত সোমবার ব্যবহারকারীরা ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তারা ইলন মাস্ককে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) পদে চান না। টুইটারের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সও পরিচালনা করেন তিনি।

গত অক্টোবরের শেষের দিকে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনেন ইলন মাস্ক। এরপর তিনি সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন এবং এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তার আনা নানা পরিবর্তন ব্যাপক সমালোচনার শিকার হয়।

এ খবর দিয়েছে বিবিসি।

সর্বশেষ খবর