সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্বে ফের তান্ডব করোনার

বিশ্বে ফের তান্ডব করোনার

প্রাণঘাতী করোনাভাইরাস সারা বিশ্বে তান্ডব চালাচ্ছে। পরিসংখ্যান নিয়ে গবেষণাকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জাপানে। প্রতিদিন এখানে ৩০০ জনের বেশি মানুষ মারা যাচ্ছে এবং গতকালও দেশে ৩৩৯ জন প্রাণ হারিয়েছে। যদিও ২৩ ডিসেম্বরের তুলনায় বিশ্বে মৃত্যু কমেছে। কিন্তু পরিস্থিতি এখনো ভীতিকর। গতকাল জাপান ছাড়া অন্য যে দেশগুলোতে বেশি মানুষ মারা গেছে সেগুলো হলো- দক্ষিণ কোরিয়া ৭০, মেক্সিকো ৫৫, রাশিয়া ৫৪ ও তাইওয়ানে ৩৬ জন।

চীনে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রকাশ বন্ধ :  চীনে আবারও ধেয়ে আসছে কভিড-১৯ মহামারি। দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, চলতি ডিসেম্বরের প্রথম ২০ দিনেই চীনে প্রায় ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি মানুষ কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। শুক্রবার ব্লুমবার্গ নিউজ এবং দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এ অবস্থায় চীন তাদের প্রতিদিনের কভিড-১৯ আক্রান্তদের তালিকা প্রকাশ করা বন্ধ করেছে।

সর্বশেষ খবর