বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আল আকসায় ইসরায়েলি মন্ত্রী, জাতিসংঘের বৈঠক আহ্বান চীনের

ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছে চীন ও সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও আল আকসা কম্পাউন্ডে ইসরায়েলের উগ্র ডানপন্থি মন্ত্রী ইতামার বেন গভিরের প্রবেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ‘উত্তেজনার পারদ বাড়াতে পারে এমন যেকোনো একতরফা পদক্ষেপের ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, মিসরের মতো দেশগুলোও এ ঘটনার নিন্দায় শামিল হয়েছে। ইসরায়েলি মন্ত্রীর কর্মকান্ডকে সংঘাতের উসকানি হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনি নেতারা।

 গাজা উপত্যকার শাসক গোষ্ঠী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, এ ঘটনা রেড লাইন অতিক্রমের সমতুল্য।

সর্বশেষ খবর