শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট

যুক্তরাষ্ট্রে ওমিক্রনের নতুন সাব-ভ্যারিয়েন্ট এক্সবিবি১.৫ দ্রুত ছড়িয়ে পড়ছে। শীতকালে যেহেতু করোনা রোগী বেশি শনাক্ত হয়, তাই বিষয়টি ভাবিয়ে তুলেছে আমেরিকার স্বাস্থ্য কর্তাদের। বিশেষজ্ঞরা বলছেন, করোনার অন্য ভ্যারিয়েন্ট ও সাব-ভ্যারিয়েন্টগুলোর তুলনায় নতুন এই সাব-ভ্যারিয়েন্টটির মানুষের শরীরে প্রবেশ করার এবং রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডিকে ফাঁকি দেওয়ার ক্ষমতা অনেক বেশি। ভাইরাসটির সংস্পর্শে আসার পর দ্রুত উপসর্গ দেখা দেয়। যাদের আগে করোনা হয়েছে বা যারা ইতোমধ্যেই করোনার টিকা নিয়েছেন, তাদের সংক্রমিত করার ক্ষমতাও এর অনেক বেশি।

মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মার্ক সিগেল বলেছেন, ‘করোনার এই নতুন প্রজাতির দুটি সাব-ভ্যারিয়েন্ট রয়েছে। একটি এক্সবিবি এবং অপরটি এক্সবিবি১.৫। এর মধ্যে এক্সবিবি১.৫ বেশি সংক্রামক। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা জানিয়েছে, সম্প্রতি করোনা আক্রান্তদের মধ্যে ৪২ শতাংশের শরীরে এক্সবিবি১.৫ ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গেছে।

সর্বশেষ খবর