বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইন্দোনেশিয়া কাঁপল শক্তিশালী ভূমিকম্পে

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। বান্দা সাগরে ছিল ভূকম্পনের উৎপত্তিস্থল, কম্পনের মাত্রা ৭.৬। কম্পন অনুভূত হয়েছে উত্তর অস্ট্রেলিয়ায়। কম্পনে ইন্দোনেশিয়ার কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছেন। কম্পনের পর সুনামির সতর্কতা জারি করে। যদিও প্রায় ৩ ঘণ্টার পরে সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে। তানিম্বার দ্বীপপুঞ্জ হলো পূর্ব ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের প্রায় ৩০টি দ্বীপের সমন্বয়ে গঠিত। ভূমিকম্পের পর থেকে অন্তত চারটি পরাঘাতের খবর পাওয়া গেছে।

সর্বশেষ খবর