শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ব্রাজিল পরিস্থিতি

নিরাপত্তা বাহিনীতে বোলসোনারো অনুগতদের বাদ দেবেন লুলা

নিরাপত্তা বাহিনীতে বোলসোনারো অনুগতদের বাদ দেবেন লুলা

ব্রাজিলের নিরাপত্তা বাহিনী থেকে সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো অনুগতদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা ডি সিলভা। সম্প্রতি দেশটিতে সরকারবিরোধী তা ব চালাতে সহযোগিতা করার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছেন লুলা।

প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেন, প্রাসাদের ভিতরে ঘাপটি মেরে থাকা বলসোনারোর সমর্থকরা হামলাকারীদের প্রাসাদের ভিতরে যেতে সহায়তা করেছেন। যে কোনো বিক্ষোভ এড়াতে প্রাসাদে কর্মরত সব কর্মীর পরিচয় খতিয়ে দেখা হবে। তবে লুলার ঘনিষ্ঠ সহযোগীরা বলছেন, নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য ওই ঘটনায় সহযোগিতা করেছেন, তাদের শনাক্ত করে বাদ দেওয়ার কাজটি জটিল হবে। এরই মধ্যে বোলসোনারো সমর্থকদের মধ্যে কারা কারা প্রেসিডেন্ট প্রাসাদে তা ব চালাতে সহযোগিতা করেছেন, তা খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা। তবে কাজটিতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার লুলা গণমাধ্যমকর্মীদের বলেন, মিলিটারি পুলিশের অনেকেই তা বে সহযোগিতা করেছেন। সশস্ত্র বাহিনীর অনেকেও জড়িত। নিরাপত্তা বাহিনীর এসব সদস্যকে খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। তিনি আরও বলেন, আমি দেখেছি, প্রাসাদের তালা ভাঙা হয়নি। সুতরাং, দাঙ্গাকারীদের ভিতরে ঢোকার সুযোগ করে দিতে প্রাসাদের দরজা খুলে দেওয়া হয়েছিল। ‘সেনাবাহিনী সদর দফতরের সামনে বোলসোনারো সমর্থকরা শিবির স্থাপন করে দুই মাস ধরে অবস্থান করছিলেন। এরপরও নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।’

গত রবিবার জইর বলসোনারোর হাজারো ডানপন্থি সমর্থক ব্রাসিলিয়ায় কংগ্রেস ভবনে হামলা চালান। ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট ভবন ও সুপ্রিম কোর্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৫০০ দাঙ্গাবাজকে গ্রেফতার করা হয়েছে। বিবিসি

সর্বশেষ খবর