রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
ইসরায়েলি আগ্রাসন

আরও এক ফিলিস্তিনিকে হত্যা, এ মাসেই নিহত ১৮

আবারও ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হলো এক ফিলিস্তিনি। রামাল্লায় তারিক মালিককে (৪২) গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে ২১ দিনেই চার শিশুসহ ১৮ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হলো। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ৪২ বছর বয়সী তারিক রামাল্লায় হত্যাকান্ডের শিকার হন। কাফের নামার গ্রামের কাছে তাকে গুলি করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী সিসিটিভির একটি ফুটেজ প্রকাশ করেছে। একজন ইসরায়েলি বসতিকে ছুরিকাঘাতের চেষ্টা করলে তাকে নিরস্ত্র করা হয়েছে বলে দাবি সেনাবাহিনীর। গত বৃহস্পতিবারও জেনিনের শরণার্থী ক্যাম্পে ৫৭ বছর বয়সী এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করা হয়। ২০২৩ সালের শুরুতেই পশ্চিম তীর, জেনিনসহ কিছু জায়গায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসি ভূমিকা বেড়েছে। অবৈধভাবে ফিলিস্তিনিদের বাড়িতে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে হতাহতের ঘটনা ঘটছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ১৮ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে তারা।

সর্বশেষ খবর