রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইউক্রেনে শেষ পর্যন্ত লড়বে রাশিয়া

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী শেষ পর্যন্ত লড়ে যাবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিভাগের কমিশনার জোসেপ বরেল। রুশ বাহিনীর হামলা থেকে ইউক্রেনকে রক্ষার জন্য দেশটিতে অস্ত্র সহায়তা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন বলেও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে আয়োজিত ইইউ’র এক বৈঠকে বরেল বলেন, ‘রাশিয়া একটি মহান দেশ এবং রুশরা এমন জাতি, যা যে কোনো লড়াই শেষ পর্যন্ত লড়ে যায়। অনেক সময় হয়তো সাময়িকভাবে তারা বিপর্যস্ত হয়, কিন্তু এক সময় ঠিকই ফিরে আসে। ১৮১২ সালে নেপোলিয়ন বোনাপার্ট রাশিয়ায় আগ্রাসন চালাতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন; একই পরিণতি হয়েছিল ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর সঙ্গেও। তারাও সেখানে (অভিযান চালাতে গিয়ে) ব্যর্থ হয়েছিল।’ ‘তাই এ যুদ্ধে রাশিয়া হেরে গেছে কিংবা রুশ বাহিনীর সেনাসদস্যরা ক্লান্ত হয়ে পড়েছেন- এমন ধারণা পুরোপুরি অযৌক্তিক ও ভুল। হয়তো এখন রুশ সেনারা ইউক্রেনের কিছু জায়গায় পিছু হটছে, কিন্তু এখনো দেশটির সামরিক বাহিনীর বিপুল শক্তি ও সক্ষমতা আছে।’ ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন-শিগগিরই ইউক্রেনে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে রাশিয়া।

সর্বশেষ খবর