শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পুতিনকে থামাতে পারতাম আমি : ট্রাম্প

সোশ্যাল মিডিয়ায় ফিরেই আক্রমণাত্মক

ভøাদিমির পুতিন একজন জিনিয়াস। জো বাইডেন বোকা। সোশ্যাল মিডিয়ায় ফিরেই ডোনাল্ড ট্রাম্প আবার বোমা ফাটালেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নতুন ট্যাংক পাঠানোর বিষয়টি তিনি সমর্থন করেন না। এর ফলে রাশিয়ার সঙ্গে পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়ে যাবে। তিনি প্রেসিডেন্ট থাকলে পুতিনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতেন। আল-জাজিরার খবরে বলা হয়, ইউক্রেনকে সর্বাধুনিক ট্যাংক দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার হামলা ঠেকানোর প্রচেষ্টাকে উন্মত্ত যুদ্ধ বলেও মন্তব্য করেছেন তিনি। ইউক্রেনকে সহায়তা প্রদানের সবশেষ সমালোচনায় সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, আবরামস এম১ ট্যাংক পাঠানো এমন এক উসকানি, যা পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সাইটে ট্রাম্প লেখেন, ট্যাংক দিয়ে শুরু, এরপর পারমাণবিক বোমা। তিনি আরও লেখেন, এই উন্মত্ত যুদ্ধ শেষ হতে দাও এখনই। তিনি মন্তব্য করেন, যে ইউক্রেনকে নিয়ে আদিখ্যেতা করছে ইউরোপ এবং আমেরিকা সেই ইউক্রেনের সরকার একটা দুর্নীতিগ্রস্ত সরকার। তিনি থাকলে পুতিনকে বুঝিয়ে নিশ্চিত যুদ্ধ থামিয়ে দিতেন।

সর্বশেষ খবর