সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ফিলিস্তিনি হত্যায় অস্ত্র দিচ্ছেন নেতানিয়াহু

ফিলিস্তিনি হত্যায় অস্ত্র দিচ্ছেন নেতানিয়াহু

সহিংসতা বৃদ্ধির প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দখলিকৃত   ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলিদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ফলে ওই অঞ্চলে সহিংসতা আরও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, শুধু এ মাসেই কমপক্ষে ৩২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। চলমান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের    সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, অধিকৃত পশ্চিম তীরে সামরিক শক্তি বৃদ্ধির জন্য আরও ব্যাটালিয়ন পাঠানো হচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে উল্লেখ্য, গত শুক্রবার পূর্ব জেরুজালেমের একটি উপাসনালয়ের বাইরে অস্ত্র নিয়ে এলোপাতাড়ি হামলা চালায় এক ব্যক্তি। এতে ১৫ বছর বয়সী এক শিশুও রয়েছে। এর পরই নেতানিয়াহু সব ইসরায়েলির হাতে অস্ত্র তুলে দেওয়ার ঘোষণা দেন।

সর্বশেষ খবর