রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতা চরম পর্যায়ে : জাতিসংঘ

ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতা চরম পর্যায়ে : জাতিসংঘ

ইসরায়েলের বর্বরতার শেষ কোথায়। একের পর এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করছে সেনারা। গতকাল পশ্চিম তীরে এক ফিলিস্তিনি তরুণের দাফন অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা -এএফপি

মধ্যপ্রাচ্যের দুই বিবদমান জাতি ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। দুই জাতির মধ্যে বাড়তে থাকা এই সংঘর্ষ উভয়কেই ‘খাদের কিনারায়’ নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জেরুজালেমে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত টর ওয়েন্নেসল্যান্ড। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে টর ওয়েন্নেসল্যান্ড বলেন, ‘রক্তপাত বন্ধ করার একমাত্র উপায় হলো দৃঢ় কূটনীতি এবং এটি যত দ্রুত শুরু করা যায়, ততই উভয়ের জন্য মঙ্গল। জাতিসংঘ এই দায়িত্ব নিতে পারে না, আমরা ফিলিস্তিন শাসন করতে পারি না।’ গত কয়েক দশক ধরে দ্বন্দ্ব-সংঘাত চলছে দুই জাতির লোকজনের মধ্যে। তার মধ্যে গত বছর অধিকৃত পশ্চিম তীর অঞ্চলে আবাসন প্রকল্পের নামে ইসরায়েল করে দখল তৎপরতা বাড়ানোর পর থেকে নতুন মাত্রা পেয়েছে ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যকার শত্রুতা। সামনের দিনগুলোতে সংঘাত আরও ব্যাপকভাবে বৃদ্ধির আশঙ্কা আছে।

সর্বশেষ খবর