সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

উইকিপিডিয়া নিষিদ্ধ করল পাকিস্তান

ধর্ম অবমাননাকর বিষয়বস্তু রাখার অভিযোগ এনে পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ করা হয়েছে। ধর্ম অবমাননাকর বিষয়বস্তুগুলো সরিয়ে নেওয়ার জন্য উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু উইকিপিডিয়া সেই শর্ত পূরণ করতে ব্যর্থ  হয়েছে বলে জানায় পাকিস্তানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (পিটিএ)। এর ফলে শনিবার দেশটিতে উইকিপিডিয়া নিষিদ্ধের ঘোষণা আসে, খবর বিবিসির। পিটিএ-এর পক্ষ থেকে বলা হয়েছে,   ‘প্রযোজ্য আইন এবং আদালতের নির্দেশ অনুসারে উইকিপিডিয়াকে নোটিস দিয়ে ধর্মদ্রোহী বিষয়বস্তু অপসারণ ও আটকে দেওয়ার জন্য বলা হয়েছিল। তাদের এ বিষয়ে শুনানিতে অংশ নেওয়ারও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু প্ল্যাটফর্মটি এ ধরনের বিষয়বস্তু সরায়নি এবং পিটিএ-এর সামনেও হাজির হয়নি।’ অন্যদিকে নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি সাময়িক বলে জানা গেছে।

সর্বশেষ খবর