মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চীন সাগরে এবার লেজার অস্ত্র ব্যবহার চীনের, উত্তেজনা

দক্ষিণ চীন সাগরে লেজার লাইট লাগানো নৌকা এবং জাহাজ মোতায়েন করেছে। ফিলিপাইনের অভিযোগ, যখন তার নৌকা তার জাহাজের জন্য সরবরাহ নিয়ে তার অঞ্চল দিয়ে যাচ্ছিল, তখন চীনা জাহাজ থেকে তাদের লক্ষ্য করে লেজার অস্ত্র নিক্ষেপ করা হয়।

সম্প্রতি নানা কারণে চীনের সঙ্গে অনেক দেশের সম্পর্কের অবনতি ঘটছে। বিশেষ করে খনিজ পদার্থে ভরা দক্ষিণ চীন সাগরে অন্য কোনো দেশের প্রবেশ সহ্য করছে না বেইজিং। এখানে আসা অন্যান্য দেশের জাহাজ ও নৌযানকে তাড়ানোর জন্য চীন এমনকি যুদ্ধবিমানের সাহায্যও নিচ্ছে। এখন দক্ষিণ চীন সাগরে এমন একটি অস্ত্র মোতায়েন করেছে বেইজিং, যার মাধ্যমে তারা গুলি বা বোমা ছাড়াই অন্য দেশের নৌকা বা জাহাজকে দখল করতে পারবে।

সর্বশেষ খবর