সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এক ধাক্কায় ৮৫০০ কর্মী ছাঁটাই করছে এরিকসন

মন্দার সঙ্গে গোটা পৃথিবীর কোম্পানিলো লে-অফের দিকে ঢুকেছে। একের পর এক কোম্পানি কর্মী ছাঁটাই করে চলেছে। এখন ওই তালিকায় আরও একটি বড় নাম ঢুকল। টেলিকম সামগ্রী নির্মাতা কোম্পানি এরিকসন এক ধাক্কায় বড় সংখ্যায় কর্মচারিকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। আর এই সংখ্যাটি ৮৫০০। ইতোমধ্যে সুইডেনে ১৪০০ কর্মচারীর চাকরি চলে গেছে। ফেসবুক, গুগল, মাইক্রোসফট, আলিবাবা, আমাজন-এর মতো কোম্পানিগুলোও সম্প্রতি বিপুল কর্মচারী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। বাজার মন্দা এবং মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে।

সর্বশেষ খবর