শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইউক্রেন যুদ্ধের দায় রাশিয়ার একার নয় : পোপ ফ্রান্সিস

ইউক্রেন যুদ্ধের দায় রাশিয়ার একার নয় : পোপ ফ্রান্সিস

 ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের শীর্ষ নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, শুধু রাশিয়া নয়, একাধিক দেশের সাম্রাজ্যবাদী স্বার্থ ইউক্রেনে চলমান যুদ্ধের ইন্ধন জুগিয়েছে। ইতালি-সুইস টেলিভিশন আরএসআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। সাক্ষাৎকারটির চুম্বক অংশ প্রকাশ করেছে ইতালির সংবাদমাধ্যম। ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমারা দায় চাপাচ্ছে রাশিয়ার ওপর। তারা এই ইউক্রেনে আক্রমণকে রাশিয়ার আগ্রাসী যুদ্ধ হিসেবে উল্লেখ করছে। রাশিয়া দাবি করে আসছে, তারা ইউক্রেনে নব্য নাৎসিদের নির্মূল এবং রুশ ভাষাভাষীদের রক্ষায় বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। পোপ বলেন, ‘শুধু রুশ সাম্রাজ্যের একার স্বার্থে নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশের সাম্রাজ্যবাদী স্বার্থে ইউক্রেন যুদ্ধের সূত্রপাত।’

সর্বশেষ খবর