সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ইসরায়েলের ইতিহাসে বৃহত্তম বিক্ষোভ

ইসরায়েলের ইতিহাসে বৃহত্তম বিক্ষোভ

ইসরায়েলের রাজধানী তেলআবিবে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ৫ লাখ লোকের জমায়েত -এএফপি

ইসরায়েলে বিচার ব্যবস্থা সংস্কারের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। আয়োজকরা বলছেন, দেশটির ইতিহাসে এত বড় প্রতিবাদ বিক্ষোভ এর আগে কখনো হয়নি। সরকারের এই পরিকল্পনার প্রতিবাদে সারা দেশে টানা ১০ সপ্তাহ ধরে এ ধরনের বিক্ষোভ সমাবেশ চলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তাদের পরিকল্পনা অনুসারে বিচার ব্যবস্থায় পরিবর্তন আনা হলে সরকারের বিভিন্ন শাখার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। পরিকল্পনায় আদালতের ক্ষমতা খর্ব করার কথা বলা হয়েছে। বিরোধীরা বলছে, এর ফলে দেশটির গণতন্ত্র হুমকির মুখে পড়বে। সরকারের পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলে শনিবার যে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে তার আয়োজনকারীরা বলছেন প্রায় ৫ লাখ মানুষ দেশজুড়ে রাস্তায় নেমে এসেছে। ইসরায়েলি সংবাদপত্র হারেৎস এই প্রতিবাদ সমাবেশকে ‘দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ’ বলে উল্লেখ করেছে। একজন বিক্ষোভকারী তামির গাইটসাবরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটা বিচার ব্যবস্থার সংস্কার নয়। এটা হবে এক ধরনের বিপ্লব, যার ফলে ইসরায়েলে সম্পূর্ণ একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আমি আমার সন্তানদের জন্য চাই ইসরায়েলে গণতন্ত্র অব্যাহত থাকুক।’

সর্বশেষ খবর