শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ডেঙ্গুর নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে আশাবাদী গবেষকরা

ডেঙ্গুর নতুন চিকিৎসাপদ্ধতি নিয়ে আশাবাদী গবেষকরা

বর্তমান বিশ্বে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে ডেঙ্গুজ্বর। এ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিষেধক তৈরির চেষ্টা চলছে। অবশেষে সেই প্রচেষ্টায় সফলতার আলো দেখতে পারছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে পরীক্ষাগারে বানর ও ইঁদুরের ওপর পরীক্ষামূলক চিকিৎসা চালিয়ে সাফল্যের মুখ দেখেছেন তারা। চূড়ান্ত পর্যায়ে সাফল্য পেলে এটি হবে মানবশরীরে ডেঙ্গু ভাইরাস দমনের জন্য প্রথম কোনো চিকিৎসা। এ রোগটি মূলত একটি মশাবাহিত রোগ। এডিস মশার কামড়ে প্রতিবছর লাখ লাখ মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। বছরের বিভিন্ন সময়ে এই ভাইরাস অনেক দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুর কোনো চিকিৎসা নেই। ভাইরাসটি প্রতিরোধে দুটি টিকা আবিষ্কৃত হয়েছে। তবে সেগুলো ব্যবহারের অনুমোদন দেয়নি অনেক দেশই। এরমধ্যেই নতুন সফলতার কথা জানালেন গবেষকরা। গবেষকরা দুই বছর আগেই জানিয়েছিলেন ‘জেএনজে-১৮০২’ নামের ওই রাসায়নিক যৌগ ইঁদুরের দেহে ডেঙ্গুর বিস্তার ঠেকিয়ে দিয়েছে। এবার সেটি বানরের শরীরেও পরীক্ষা করা হলো। আর তাতেই মিলেছে সফলতা। ফলে আশা জেগেছে মানব শরীরেও হয়ত ওষুধটি সফলভাবে কাজ করবে।

ওই গবেষণাটি হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের অধীনে। এর ইমার্জিং প্যাথোজেনস বিভাগের প্রধান মার্নিক্স ব্যান লক বলেন, বানরের ওপর জেএনজে-১৮০২ প্রয়োগের ফল ‘খুবই উৎসাহব্যঞ্জক’। যৌগটি উচ্চমাত্রায় প্রয়োগ করে দেখা গেছে, তা ভাইরাসটির বিস্তার পুরোপুরি ঠেকাতে সক্ষম হয়েছে।

সর্বশেষ খবর