সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পুতিনের মুখে প্রশস্ত হাসি

গাড়ি চালিয়ে সফর করলেন মারিউপোল

পুতিনের মুখে প্রশস্ত হাসি

গাড়িচালক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সহযাত্রী উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন

দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলিরা শুক্রবার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছেন। কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তার পরদিনই তিনি ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল সফর করেছেন। কোনো ধরনের ঘোষণা ছাড়াই নিজে গাড়ি চালিয়ে ক্রিমিয়ার এ শহরটিতে পৌঁছান তিনি। এক টেলিগ্রাম পোস্টে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোঝায়েভ এ তথ্য প্রকাশ করেছেন। মূলত ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার নবম বার্ষিকী উপলক্ষেই রুশ প্রেসিডেন্ট পুতিন অঞ্চলটির সেভাস্তোপোল শহর সফর করেন। এ সফরের পর গণমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে, পুতিনের মুখে প্রশস্ত হাসি। এর কারণ, তিনি ইউক্রেনে আগ্রাসন চালিয়ে বেআইনিভাবে দখল করে নিয়েছেন দেশটির মারিউপোল। সেই মারিউপোলে তিনি ঘুরলেন। দখল করে নেওয়া অঞ্চলে প্রশান্তির নিশ্বাস ছাড়লেন টেলিগ্রাম পোস্টে রাজভোঝায়েভ লিখেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট জানেন, কীভাবে চমক দিতে হয়। আজ শিশুদের জন্য আমাদের একটি আর্ট স্কুল উদ্বোধনের কথা ছিল। একটি বিশেষ যোগাযোগ লিংকের মাধ্যমে ভিডিও কনফারেন্স করার এবং প্রেসিডেন্টকে যুক্ত রাখার জন্য সবকিছু প্রস্তুত ছিল। শেষে প্রেসিডেন্টই সেখানে সশরীর চলে আসেন। প্যাট্রিয়ার্কাল কাউন্সিল ফর কালচারের চেয়ারম্যান এবং পিসকভ অ্যান্ড পোরখভের বিশপ মেট্রোপলিটন তিখন (শেভকুনভ) সে সময় পুতিনের সঙ্গে ছিলেন। তিনি পুতিনকে শিশুদের নতুন আর্ট স্কুল এবং শিশুকেন্দ্র কোরসুন ঘুরে দেখিয়েছেন। তাউরিক চেরসোনিজ নামের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক পার্কের বড় একটি প্রকল্পের প্রথম ধাপ এটি। পুতিন গত বছর ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো নতুন দখলকৃত অঞ্চলে প্রকাশ্য সফরে গেছেন। তিনি ইউক্রেনের বিধ্বস্ত শহর মারিউপোলও পরিদর্শন করেছেন, কয়েক সপ্তাহ ধরে বোমা বর্ষণের পর যে শহরটি রুশ সৈন্যরা গত মে  মাসে দখল করেছিল। তিনি সে শহরের কিছু বাসিন্দার সঙ্গেও কথা বলেন।

সংবাদদাতারা বলছেন, মারিউপোল মস্কোর সরকারের জন্য একটি বিরল সামরিক সাফল্যের প্রতীক এবং রুশ নেতার এ সফরের উদ্দেশ্য হচ্ছে ইউক্রেন যুদ্ধে যে তারা সফল হচ্ছে তা সবাইকে দেখানো।

সর্বশেষ খবর