শুকিয়ে যাবে গঙ্গা নদী। শুধু গঙ্গা নয়, হিমালয়ের বরফ গলা পানিতে পুষ্ট সিন্ধু, ব্রহ্মপুত্রর মতো বিশাল বিশাল নদ-নদীগুলো পানিশূন্য হবে। এ ভয়ংকর শঙ্কার কথা জানালেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেই সঙ্গে তিনি গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সতর্ক করেছেন বিশ্ববাসীকে। বুধবার আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ দিবসের অনুষ্ঠানে বিষয়গুলো জানান গুতেরেস। তিনি বলেন, পৃথিবীতে যত হিমবাহ রয়েছে সবগুলোই মানুষসহ সব প্রাণীকূলের জন্য গুরুত্বপূর্ণ। পৃথিবীর মিঠা পানির আঁধার এ হিমবাহগুলো। হিমবাহের নদীগুলো বিশ্বের ১০ শতাংশ এলাকাজুড়ে রয়েছে। তিনি জানান, আজ গ্লোবাল ওয়ার্মিং-এর জন্য এগুলো বিপন্ন। কিন্তু সম্প্রতি হিমবাহগুলো দ্রুত জলে যাচ্ছে। হারাতে বসেছে প্রাকৃতিক ভারসাম্য। তিনি আরও বলেন, মানুষের কাজকর্মই গ্রহের তাপমাত্রাকে বাড়িয়ে তুলেছে। অ্যান্টার্টিকায় প্রতি বছর গড়ে ১৫০ বিলিয়ন টন বরফ গলে যাচ্ছে। গ্রিনল্যান্ডের অবস্থা আরও খারাপ। কারণ এখানে প্রতি বছর ২৭০ বিলিয়ন টন বরফ গলে যাচ্ছে। যা গোটা বিশ্বের জন্যই যথেষ্ট আশঙ্কাজনক। এশিয়ার হিমালয় অঞ্চলের ১০টি নদী রয়েছে, যা ভারত ও আশপাশের দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এ নদীগুলোর পানির ওপর নির্ভর ১৩০ কোটিরও বেশি মানুষ নির্ভরশীল। কারণ এ নদীগুলো একমাত্র মিষ্টি পানির উৎস। আগামী কয়েক দশকের মধ্যে হিমবাহ ও বরফের শিটগুলো এত দ্রুত গলে যাবে যে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের মতো বড় নদ-নদীগুলোর প্রবাহের ওপর তার প্রভাব পড়বে। গুতেরেস কথা প্রসঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক বন্যার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বলেছেন হিমালয়ে হিমবাহ গলে যাওয়ার ফল হাতেনাতে পেয়েছে পাকিস্তান। গত বছর দেশটি ভয়ংকার বন্যার কবলে পড়ে।
শিরোনাম
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা
জাতিসংঘ মহাসচিবের সতর্কতা
দ্রুত শুকিয়ে যাবে গঙ্গা-সিন্ধু-ব্রহ্মপুত্র
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর