ভারতের গুজরাট রাজ্যে ২০০২ সালে দাঙ্গার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন বিলকিস বানু। তার এক ধর্ষককে ক্ষমতাসীন বিজেপির একজন সংসদ সদস্য ও বিধায়কের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে। গত শনিবার রাজ্যের দাহোদ জেলার কারমাদি গ্রামে সরকারি একটি অনুষ্ঠানে তারা অংশ নেন। ওই ধর্ষকের নাম শৈলেশ চিমানলাল ভাট। ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিওতে দেখা গেছে, দাহোদের সংসদ সদস্য যশোবন্ত সিং ভাভোর ও তার ভাই লিমখেদার বিধায়ক শৈলেশ ভাভোরের সঙ্গে একই মঞ্চে রয়েছেন অভিযুক্ত ব্যক্তি। তিনজনকে একসঙ্গে ছবির জন্য পোজ দিতে ও পূজায় অংশ নিতে দেখা যায়। এদিকে ওই ধর্ষণ মামালায় সাজাপ্রাপ্ত ১১ আসামিকে গুজরাট সরকারের আগাম মুক্তির বিরোধিতায় সুপ্রিম কোর্ট মামলা করেছিলেন বিলকিস বানু। ওই মামলায় কেন্দ্র ও গুজরাট সরকারের জবাবদিহি চেয়ে নোটিস পাঠাল শীর্ষ আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, আসামিদের অপরাধ ছিল ‘ভয়াবহ’ ঘটনা। ১৮ এপ্রিল এ মামলা শুনানি হবে। বিচারপতি কে এম জোসেফ এবং বিভি নাগারত্না বেঞ্চ কেন্দ্র এবং গুজরাট সরকারকে আসামিদের আগাম মুক্তিবিষয়ক যাবতীয় নথি আদালতে উপস্থাপন করতে বলেছে। গত আগস্টে কেন্দ্রের নির্দেশে ধর্ষণ ও খুনে সাজাপ্রাপ্ত ১১ জনকে আগাম মুক্তি দেয় গুজরাট সরকার।
এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মোট ছয়টি মামলা হয়েছে। এর মধ্যে পাঁচটি জনস্বার্থ মামলা। বাকি একটি মামলা করেছেন খোদ বিলকিস।