শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

উদ্ভিদবাহিত ছত্রাকে আক্রান্ত কলকাতার এক ব্যক্তি

চিকিৎসকরা বলছেন মানবদেহে এই সংক্রমণ প্রথম

কলকাতা প্রতিনিধি

গোটা বিশ্বে এই প্রথম কোনো ব্যক্তির শরীরে উদ্ভিদবাহিত ছত্রাকের সংক্রমণ দেখা গেল। উদ্ভিদ ছত্রাকে সংক্রমিত হওয়া ওই ব্যক্তি কলকাতারই বাসিন্দা। ৬১ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন মাইকোলজিস্ট। উদ্ভিদের সঙ্গে কাজ করতে করতে কীভাবে একজন মানুষ এই ছত্রাকে সংক্রমিত হতে পারেন সেই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘মেডিকেল মাইকোলজি কেস রিপোর্ট’এ। তাতেই সামনে এসেছে এই তথ্য। যদিও ওই গবেষকের নাম প্রকাশ্যে আনা হয়নি। তবে সংক্রমিত হওয়ার ঘটনাটি বেশ কয়েক মাস আগেকার। ওই প্রতিবেদনের বরাত দিয়ে সর্বভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে গতকাল জানিয়েছে ‘চিকিৎসকরা বলছেন এই ছত্রাকের নাম ‘কনড্রোস্টেরিয়াম পারপিউরিয়াম’। এই সংক্রমণের ফলে গাছের ‘সিলভার লিফ’ রোগ হয় এবং সাধারণত গোলাপ গাছের ক্ষেত্রেই যার বেশি প্রভাব পড়ে।

সর্বশেষ খবর