শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আস্থা ভোটে জিতলেন প্রধানমন্ত্রী শাহবাজ

আস্থা ভোটে জিতলেন প্রধানমন্ত্রী শাহবাজ

জাতীয় পরিষদে আস্থা ভোটে জয় পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল এ বিষয়ে জাতীয় পরিষদে রেজুলেশন উত্থাপন করেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। প্রস্তাবে শাহবাজ শরিফের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন পরিষদের ১৮০ জন সদস্য। এ ভোটাভুটি এমন সময় হলো যখন নির্বাচন ইস্যুতে সুপ্রিম কোর্টের সঙ্গে সরকার দ্বন্দ্বে লিপ্ত। সুপ্রিম কোর্টের রায়ের পর খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে অর্থ দেওয়ার বিল পার্লামেন্টে তোলা হয়। কিন্তু জাতীয় পরিষদ নামে পরিচিত পার্লামেন্ট তা প্রত্যাখ্যান করে। এর পরই প্রধানমন্ত্রীর ওপর আস্থা ভোট হয়।

 

সর্বশেষ খবর