শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা

সুদানে যুদ্ধ এড়াতে ব্যর্থতা স্বীকার জাতিসংঘের

সুদানে যুদ্ধ এড়াতে ব্যর্থতা স্বীকার জাতিসংঘের

অ্যান্তোনিও গুতেরেস

সুদানের চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, সংঘর্ষের ধরন ও তীব্রতায় জাতিসংঘ বিস্মিত হয়েছে। কেনিয়া সফররত গুতেরেস বুধবার নাইরোবিতে বলেন, জাতিসংঘসহ সবাই আশা করেছিল আলোচনার মাধ্যমে সুদানের সংঘাতের অবসান হবে; কিন্তু তা হয়নি। তিনি আরও বলেন, যে মাত্রায় সংঘাত ছড়িয়ে পড়েছে তা কখনই কল্পনা করেনি জাতিসংঘ। সেনাপ্রধান আব্দেল ফাতা আল-বুরহান এবং আরএসএফের প্রধানের শক্তি প্রদর্শনের এ লড়াই এড়ানোয় ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেছেন অ্যান্তোনিও গুতেরেস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংঘর্ষ যে এমন পর্যায়ে যাবে তা আমরা তো বটেই, আসলে অনেকেই বুঝতে পারেনি। এ কথা বলতেই পারি যে, এটা (যুদ্ধ) এড়াতে আমরা ব্যর্থ হয়েছি।’ জাতিসংঘের মহাসচিব এমন সময়ে তা স্বীকার করলেন যখন যুদ্ধ এবং খাদ্যাভাবে উত্তর-পূর্ব আফ্রিকার দেশটিতে দেখা দিয়েছে মানবিক সংকট। প্রায় ৫ কোটি মানুষের দেশটির অভুক্তদের কাছে খাদ্য সহায়তা পাঠানো কঠিন হয়ে পড়েছে। এ সপ্তাহে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি)-এর খাদ্যের ছয়টি ট্রাক দারফুর থেকে লুট হয়েছে। সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সশস্ত্র লড়াইয়ে বিরতি ঘোষণা করা হলেও কার্যত হামলা-পাল্টা হামলা এখনো চলছে।

সুদানের সংঘাত বন্ধের উপায় নিয়ে আলোচনা করতে নাইরোবি গেছেন অ্যান্তোনিও গুতেরেস। সেখানে তিনি আরও বলেন, সুদানের মতো অনেক দুর্ভোগ পোহানো দেশটির পক্ষে দুই দল জনগোষ্ঠীর মধ্যকার সংঘাত সহ্য করা সম্ভব নয়। তিনি বলেন, সংঘাতের নেতৃত্বদানকারী দুই জেনারেলের ওপর এমনভাবে চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন। গত ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাপ্রধান এবং আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের প্রধানের ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে দেশটিতে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ পর্যন্ত ৫০০-এর বেশি মানুষ নিহত হয়েছে।

সর্বশেষ খবর