সোমবার, ৮ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ঘর ছেড়েছেন ২৩ হাজার বাসিন্দা

মণিপুরে সহিংসতা

ভারতের মণিপুর রাজ্যে গত সপ্তাহে ছড়িয়ে পড়া সহিংসতায় প্রায় ২৩ হাজার মানুষ বাড়ি ছেড়েছেন বলে জানিয়েছে সেনাবাহিনী। এর পরিপ্রেক্ষিতে মিয়ানমার ও বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যটিতে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। গতকাল সেনাবাহিনী জানিয়েছে, আগের রাতে বড় ধরনের সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত মোট ২৩ হাজার বেসামরিক নাগরিককে উদ্ধার করে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে পরিস্থিতির উন্নতি হচ্ছে উল্লেখ করে কারফিউ শিথিল করার ঘোষণা দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। 

কেন এই বিক্ষোভ : মণিপুরে মোট জনসংখ্যার ৫৩ শতাংশেরও বেশি মেইতেইরা জনগোষ্ঠীর। নাগা ও কুকিরা ৪০ শতাংশের মতো। কিন্তু এত দিন মেইতেইদের আদিবাসী বলে মানা হতো না। কিন্তু এবার হাই কোর্ট তাদের সেই তফসিলি উপজাতির স্বীকৃতি দেয়। ফলে এত দিন মেইতেইরা ‘নোটিফায়েড’ পাহাড়ি এলাকায় জমি কিনতে পারত না। এবার তারা পারবে। এ সিদ্ধান্তে অন্য আদিবাসীরা ক্ষুব্ধ হয়েছেন। হাই কোর্টের এ নির্দেশের বিরুদ্ধে নাগা ও কুকিরা গত সপ্তাহে প্রতিবাদ জানান, যা সহিংসতায় রূপ নেয়।

সর্বশেষ খবর