ভারতে বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।
মহারাষ্ট্রের আকোলা শহরে শনিবার ও রবিবার ধরে চলা সহিংসতার ঘটনায় পুলিশ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে বিবিসি জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখেছে এবং আকোলায় কারফিউ জারি করেছে। পুলিশ জানিয়েছে, শনিবার এক সম্প্রদায়ের একজন সদস্য ‘কেরালা স্টোরি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্ট নিয়ে প্রতিবাদ জানানোর জন্য আকোলা পুলিশ স্টেশনের সামনে এসে অবস্থান নেওয়ার পর প্রথম সহিংসতা শুরু হয়।