রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা

মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫

মিয়ানমারের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখায় দেশটিতে ১৪৫ জন নিহত হয়েছেন। কিন্তু দেশটির মানবাধিকার গোষ্ঠীগুলো ও ঘূর্ণিঝড় দুর্গত এলাকার বাসিন্দাদের ধারণা, মোখায় মৃত্যুর সংখ্যা কয়েকশ। দেশটির পশ্চিমাঞ্চলীয় দরিদ্র রাজ্য রাখাইনের ওপর দিয়েই ঝড়ের মূল ঝাপটাটা গেছে। গত রবিবার বিকালে আঘাত হানা মোখার তান্ডবে রাজ্যটির রাজধানী সিত্তুয়ের প্রায় ৯০ শতাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় আর জলোচ্ছ্বাসে শহরটি ডুবে যায়। ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার বাতাসের তোড়ে মোবাইল টাওয়ার ও কয়েকটি সেতু ধসে পড়ে। শুক্রবার এক বিবৃতিতে সামরিক জান্তা বলেছে, ১৮ মে পর্যন্ত ১৪৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এদের মধ্যে অভ্যন্তরীণ উদ্বাস্তুদের শিবিরগুলোর ৯১ জন আছেন। এর আগে তারা ঘূর্ণিঝড়ে মাত্র তিনজন মারা গেছে বলে জানিয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারে কতজনের মৃত্যু হয়েছে তারা স্বতন্ত্রভাবে তা যাচাই করতে পারেনি। ঘূর্ণিঝড়ের পর স্থানীয় কিছু বাসিন্দার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল রয়টার্স; তারা জানিয়েছেন, ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

 

সর্বশেষ খবর