ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি) গতকাল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তোশাখানা মামলার একটি সেশন কোর্টের রায়কে বাতিল ঘোষণা করেছে। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা তোশাখানা রেফারেন্সকে ফৌজদারি কার্যধারার জন্য রক্ষণাবেক্ষণযোগ্য বলে ঘোষণা করেছিল।
আইএইচসি প্রধান বিচারপতি আমের ফারুকও দায়রা আদালতকে মামলার শুনানি করে আবারও সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন। তিনি মামলাটি অন্য আদালতে স্থানান্তর করার জন্য পিটিআই প্রধানের আবেদন প্রত্যাখ্যান করেছেন এবং প্রতিরক্ষার অধিকার পুনরুদ্ধারের জন্য আপিলের ওপর আগামী সপ্তাহের জন্য একটি নোটিসও জারি করেছেন। আদালতের আদেশে বলা হয়, ‘বিষয়টি নতুন করে সিদ্ধান্তের জন্য ট্রায়াল কোর্টে রিমান্ডে নেওয়া হয়েছে।’
আদেশে আরও বলা হয়, ‘আবেদনকারীকে নিশ্চিত করতে হবে যে বিষয়টিকে ইতিবাচকভাবে সমাধান করা হবে। ট্রায়াল কোর্ট বিষয়টির সিদ্ধান্ত নেওয়ার সময় উল্লিখিত পিটিশনগুলোতে উত্থাপিত সমস্যাগুলোর সমাধান করবে।’
তোশাখানা মামলা : মামলায় অভিযোগ করা হয়েছে, ইমরান তোশাখানা থেকে যে উপহারগুলো রেখেছিলেন তার বিবরণ ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন এ কাজ করেন। উপহার বিক্রি থেকে তিনি মোটা অঙ্কের টাকা আয় করেছেন বলে অভিযোগ।