পত্রিকা খুললেই এখন চোখে পড়ে অমুক শহর এখন সবচেয়ে বসবাসের অনুপযোগী। ওই শহরের বায়ুর মান খারাপ। এবার প্রকাশ পেল বিশ্বের কোন কোন শহরে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে কম? সম্প্রতি এ-সংক্রান্ত সমীক্ষা রিপোর্ট প্রকাশ করল স্মার্ট এয়ার নামের সংস্থা। তালিকায় প্রথম ২৫-এ জায়গা পেয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার একাধিক শহর। এশিয়ার মধ্যে একমাত্র ভিয়েতনামের দুটি শহরের বায়ুদূষণের মাত্রা যথেষ্ট কম। সেখানে ভারত, পাকিস্তান বা বাংলাদেশের কোনো জায়গা স্থান পায়নি। স্মার্ট এয়ার সংস্থা ৮৮টি দেশের ৫৩৩টি শহরের বায়ুদূষণের তথ্য বিশ্লেষণ করেছে। সেখানেই মিলেছে সবচেয়ে পরিষ্কার ২৫টি শহরের হদিস। পিএম ২.৫ দূষণের মাত্রার ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। সবচেয়ে পরিষ্কার শহর : সবচেয়ে নির্মল বায়ুর শহরগুলোর মধ্যে একেবারে প্রথম সুইজারল্যান্ডের রাজধানী জুরিখ। সেখানে প্রতি ঘন মিটার বায়ুতে দূষণের মাত্রা মাত্র ০.৪৯। এর পরের স্থানটি অস্ট্রেলিয়ার পার্থের। সেখানে দূষণের মাত্রা ১.৬১। দক্ষিণ আফ্রিকার রিচার্ডস বে-তে প্রতি ঘন মিটার বায়ুতে দূষণের মাত্রা ২.৩৮। তালিকায় এর স্থান তৃতীয়। তালিকায় চতুর্থ স্থান পেয়েছে অস্ট্রেলিয়ার হোর্বাট। এ ছাড়াও অস্ট্রেলিয়ার পরিষ্কার শহরগুলোর মধ্যে রয়েছে লন্সেস্টন, ওলোংগং ও সিডনি। তালিকায় তাদের স্থান যথাক্রমে সাত, আট ও নয়। আইসল্যান্ডের রেকজাভিকেও বায়ুদূষণের পরিমাণ খুবই কম। সেখানে প্রতি ঘন মিটার বায়ুতে দূষণের মাত্রা ৩.৩৮। ইউক্রেনের ক্রিভি রিহ, যুক্তরাষ্ট্রের হনুলুলু, সুইডেনের উপসালা ও ফিনল্যান্ডের তুর্কুর স্থান যথাক্রমে ছয়, ১০, ১১ ও ১২। এই জায়গাগুলোতে প্রতি ঘন মিটারে দূষণের মাত্রা ৩.৫০ থেকে ৪.১২ মধ্যে ঘোরাফেরা করে থাকে বলে সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে। এশিয়ার মধ্যে ভিয়েতনামের দুই শহরের বায়ুদূষণের মাত্রা সবচেয়ে কম। সেগুলো হল হাইফং ও হিইয়ে। যারা তালিকায় ১৩ ও ১৪ নম্বর স্থান দখল করে রয়েছে।
শিরোনাম
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
জানা গেল বিশুদ্ধ শহরের নাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর