পত্রিকা খুললেই এখন চোখে পড়ে অমুক শহর এখন সবচেয়ে বসবাসের অনুপযোগী। ওই শহরের বায়ুর মান খারাপ। এবার প্রকাশ পেল বিশ্বের কোন কোন শহরে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে কম? সম্প্রতি এ-সংক্রান্ত সমীক্ষা রিপোর্ট প্রকাশ করল স্মার্ট এয়ার নামের সংস্থা। তালিকায় প্রথম ২৫-এ জায়গা পেয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার একাধিক শহর। এশিয়ার মধ্যে একমাত্র ভিয়েতনামের দুটি শহরের বায়ুদূষণের মাত্রা যথেষ্ট কম। সেখানে ভারত, পাকিস্তান বা বাংলাদেশের কোনো জায়গা স্থান পায়নি। স্মার্ট এয়ার সংস্থা ৮৮টি দেশের ৫৩৩টি শহরের বায়ুদূষণের তথ্য বিশ্লেষণ করেছে। সেখানেই মিলেছে সবচেয়ে পরিষ্কার ২৫টি শহরের হদিস। পিএম ২.৫ দূষণের মাত্রার ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। সবচেয়ে পরিষ্কার শহর : সবচেয়ে নির্মল বায়ুর শহরগুলোর মধ্যে একেবারে প্রথম সুইজারল্যান্ডের রাজধানী জুরিখ। সেখানে প্রতি ঘন মিটার বায়ুতে দূষণের মাত্রা মাত্র ০.৪৯। এর পরের স্থানটি অস্ট্রেলিয়ার পার্থের। সেখানে দূষণের মাত্রা ১.৬১। দক্ষিণ আফ্রিকার রিচার্ডস বে-তে প্রতি ঘন মিটার বায়ুতে দূষণের মাত্রা ২.৩৮। তালিকায় এর স্থান তৃতীয়। তালিকায় চতুর্থ স্থান পেয়েছে অস্ট্রেলিয়ার হোর্বাট। এ ছাড়াও অস্ট্রেলিয়ার পরিষ্কার শহরগুলোর মধ্যে রয়েছে লন্সেস্টন, ওলোংগং ও সিডনি। তালিকায় তাদের স্থান যথাক্রমে সাত, আট ও নয়। আইসল্যান্ডের রেকজাভিকেও বায়ুদূষণের পরিমাণ খুবই কম। সেখানে প্রতি ঘন মিটার বায়ুতে দূষণের মাত্রা ৩.৩৮। ইউক্রেনের ক্রিভি রিহ, যুক্তরাষ্ট্রের হনুলুলু, সুইডেনের উপসালা ও ফিনল্যান্ডের তুর্কুর স্থান যথাক্রমে ছয়, ১০, ১১ ও ১২। এই জায়গাগুলোতে প্রতি ঘন মিটারে দূষণের মাত্রা ৩.৫০ থেকে ৪.১২ মধ্যে ঘোরাফেরা করে থাকে বলে সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে। এশিয়ার মধ্যে ভিয়েতনামের দুই শহরের বায়ুদূষণের মাত্রা সবচেয়ে কম। সেগুলো হল হাইফং ও হিইয়ে। যারা তালিকায় ১৩ ও ১৪ নম্বর স্থান দখল করে রয়েছে।
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
জানা গেল বিশুদ্ধ শহরের নাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর