পত্রিকা খুললেই এখন চোখে পড়ে অমুক শহর এখন সবচেয়ে বসবাসের অনুপযোগী। ওই শহরের বায়ুর মান খারাপ। এবার প্রকাশ পেল বিশ্বের কোন কোন শহরে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে কম? সম্প্রতি এ-সংক্রান্ত সমীক্ষা রিপোর্ট প্রকাশ করল স্মার্ট এয়ার নামের সংস্থা। তালিকায় প্রথম ২৫-এ জায়গা পেয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার একাধিক শহর। এশিয়ার মধ্যে একমাত্র ভিয়েতনামের দুটি শহরের বায়ুদূষণের মাত্রা যথেষ্ট কম। সেখানে ভারত, পাকিস্তান বা বাংলাদেশের কোনো জায়গা স্থান পায়নি। স্মার্ট এয়ার সংস্থা ৮৮টি দেশের ৫৩৩টি শহরের বায়ুদূষণের তথ্য বিশ্লেষণ করেছে। সেখানেই মিলেছে সবচেয়ে পরিষ্কার ২৫টি শহরের হদিস। পিএম ২.৫ দূষণের মাত্রার ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। সবচেয়ে পরিষ্কার শহর : সবচেয়ে নির্মল বায়ুর শহরগুলোর মধ্যে একেবারে প্রথম সুইজারল্যান্ডের রাজধানী জুরিখ। সেখানে প্রতি ঘন মিটার বায়ুতে দূষণের মাত্রা মাত্র ০.৪৯। এর পরের স্থানটি অস্ট্রেলিয়ার পার্থের। সেখানে দূষণের মাত্রা ১.৬১। দক্ষিণ আফ্রিকার রিচার্ডস বে-তে প্রতি ঘন মিটার বায়ুতে দূষণের মাত্রা ২.৩৮। তালিকায় এর স্থান তৃতীয়। তালিকায় চতুর্থ স্থান পেয়েছে অস্ট্রেলিয়ার হোর্বাট। এ ছাড়াও অস্ট্রেলিয়ার পরিষ্কার শহরগুলোর মধ্যে রয়েছে লন্সেস্টন, ওলোংগং ও সিডনি। তালিকায় তাদের স্থান যথাক্রমে সাত, আট ও নয়। আইসল্যান্ডের রেকজাভিকেও বায়ুদূষণের পরিমাণ খুবই কম। সেখানে প্রতি ঘন মিটার বায়ুতে দূষণের মাত্রা ৩.৩৮। ইউক্রেনের ক্রিভি রিহ, যুক্তরাষ্ট্রের হনুলুলু, সুইডেনের উপসালা ও ফিনল্যান্ডের তুর্কুর স্থান যথাক্রমে ছয়, ১০, ১১ ও ১২। এই জায়গাগুলোতে প্রতি ঘন মিটারে দূষণের মাত্রা ৩.৫০ থেকে ৪.১২ মধ্যে ঘোরাফেরা করে থাকে বলে সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে। এশিয়ার মধ্যে ভিয়েতনামের দুই শহরের বায়ুদূষণের মাত্রা সবচেয়ে কম। সেগুলো হল হাইফং ও হিইয়ে। যারা তালিকায় ১৩ ও ১৪ নম্বর স্থান দখল করে রয়েছে।
শিরোনাম
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি