পত্রিকা খুললেই এখন চোখে পড়ে অমুক শহর এখন সবচেয়ে বসবাসের অনুপযোগী। ওই শহরের বায়ুর মান খারাপ। এবার প্রকাশ পেল বিশ্বের কোন কোন শহরে বায়ুদূষণের মাত্রা সবচেয়ে কম? সম্প্রতি এ-সংক্রান্ত সমীক্ষা রিপোর্ট প্রকাশ করল স্মার্ট এয়ার নামের সংস্থা। তালিকায় প্রথম ২৫-এ জায়গা পেয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার একাধিক শহর। এশিয়ার মধ্যে একমাত্র ভিয়েতনামের দুটি শহরের বায়ুদূষণের মাত্রা যথেষ্ট কম। সেখানে ভারত, পাকিস্তান বা বাংলাদেশের কোনো জায়গা স্থান পায়নি। স্মার্ট এয়ার সংস্থা ৮৮টি দেশের ৫৩৩টি শহরের বায়ুদূষণের তথ্য বিশ্লেষণ করেছে। সেখানেই মিলেছে সবচেয়ে পরিষ্কার ২৫টি শহরের হদিস। পিএম ২.৫ দূষণের মাত্রার ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়েছে। সবচেয়ে পরিষ্কার শহর : সবচেয়ে নির্মল বায়ুর শহরগুলোর মধ্যে একেবারে প্রথম সুইজারল্যান্ডের রাজধানী জুরিখ। সেখানে প্রতি ঘন মিটার বায়ুতে দূষণের মাত্রা মাত্র ০.৪৯। এর পরের স্থানটি অস্ট্রেলিয়ার পার্থের। সেখানে দূষণের মাত্রা ১.৬১। দক্ষিণ আফ্রিকার রিচার্ডস বে-তে প্রতি ঘন মিটার বায়ুতে দূষণের মাত্রা ২.৩৮। তালিকায় এর স্থান তৃতীয়। তালিকায় চতুর্থ স্থান পেয়েছে অস্ট্রেলিয়ার হোর্বাট। এ ছাড়াও অস্ট্রেলিয়ার পরিষ্কার শহরগুলোর মধ্যে রয়েছে লন্সেস্টন, ওলোংগং ও সিডনি। তালিকায় তাদের স্থান যথাক্রমে সাত, আট ও নয়। আইসল্যান্ডের রেকজাভিকেও বায়ুদূষণের পরিমাণ খুবই কম। সেখানে প্রতি ঘন মিটার বায়ুতে দূষণের মাত্রা ৩.৩৮। ইউক্রেনের ক্রিভি রিহ, যুক্তরাষ্ট্রের হনুলুলু, সুইডেনের উপসালা ও ফিনল্যান্ডের তুর্কুর স্থান যথাক্রমে ছয়, ১০, ১১ ও ১২। এই জায়গাগুলোতে প্রতি ঘন মিটারে দূষণের মাত্রা ৩.৫০ থেকে ৪.১২ মধ্যে ঘোরাফেরা করে থাকে বলে সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে। এশিয়ার মধ্যে ভিয়েতনামের দুই শহরের বায়ুদূষণের মাত্রা সবচেয়ে কম। সেগুলো হল হাইফং ও হিইয়ে। যারা তালিকায় ১৩ ও ১৪ নম্বর স্থান দখল করে রয়েছে।
শিরোনাম
- চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল
- হজ শেষে দেশে ফিরেছেন ৮০ হাজার ৫০০ বাংলাদেশি হাজি
- দুপুরের খাবারের পরে ১০ মিনিট কেন হাঁটবেন?
- ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, ৩০ গ্রাম প্লাবিত
- দুদকের সেই শরীফকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
- বর্ষায় ভেজা জামাকাপড়ের দুর্গন্ধ যেভাবে দূর করবেন
- সন্ধ্যার মধ্যে ঝড়ের আশঙ্কা দেশের ৬ অঞ্চলে
- বৃষ্টিতে বির্পযস্ত ঝিনাইদহের জনজীবন
- ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম সৌদির সঙ্গে ইরানের বৈঠক
- রাতে সেমিফাইনালে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও পিএসজি
- নতুন মামলায় আনিসুল-সালমান-আমুসহ গ্রেফতার ৯
- এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব
- টানা বৃষ্টিপাত চলবে আরও কয়েকদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর
- কক্সবাজার সৈকতে ভেসে এলো চবির আরেক শিক্ষার্থীর লাশ
- ইউক্রেনের ড্রোন হামলায় রুশ ন্যাশনাল গার্ডের সদসসহ নিহত ৩
- চীন-ভারতসহ ব্রিকস সদস্যদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি
- এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী
- আফ্রিকা-জিম্বাবুয়ের সঙ্গে যুবাদের ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা
- গণমাধ্যমকে হুমকি বন্ধে হস্তক্ষেপ কামনা মার্কিন কংগ্রেসের
- বৃষ্টিতে মোংলা পৌর এলাকায় জলাবদ্ধতা, জনজীবন বিপর্যস্ত
জানা গেল বিশুদ্ধ শহরের নাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর