শনিবার, ১১ নভেম্বর, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে শি-বাইডেন বৈঠক বুধবার

আমেরিকার আকাশে চীনা বেলুন ঘটনার পর চরম তিক্ততার সৃষ্টি দুই দেশের মধ্যে। এরপর এক বছর পার হয়ে গেছে সম্পর্ক স্বাভাবিক হয়নি। এ অবস্থায় শেষ পর্যন্ত দুই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও শি জিন পিং বৈঠকে বসছেন। গতকাল হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতার এই বৈঠক বুধবার সান ফ্রান্সিসকো বে এলাকায় অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গতকাল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলেছে, ১৪ থেকে ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিন পিং। তিনি বাইডেনের সঙ্গে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনে যোগ দেবেন। এই সাক্ষাৎ দুই  দেশের সম্পর্ক স্বাভাবিক করবে বলে ধারণা করা হচ্ছে। দুই নেতার বৈঠক কয়েক ঘণ্টা দীর্ঘ হতে পারে বলে রয়টার্স উল্লেখ করেছে। দুই নেতার সঙ্গে বৈঠকে ওয়াশিংটন ও বেইজিংয়ের কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন। বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা বলছেন, ধারণা করা হচ্ছে এই বৈঠকে ইসরায়েল-হামাস যুদ্ধ থেকে শুরু করে ইউক্রেনে রুশ আক্রমণ, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক, তাইওয়ান, ইন্দো-প্রশান্ত, মানবাধিকার, ফেনটানিল, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ন্যায্য বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, কিছুই বাদ যাবে না। সব কিছু নিয়ে আলোচনা হবে।

সর্বশেষ খবর