শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ইউক্রেনকে আরও ৫৪ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে ইইউ

ইউক্রেনকে আরও ৫০ বিলিয়ন ইউরো বা ৫ হাজার ৪০০ কোটি ডলার (৫৪ বিলিয়ন) মূল্যের সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল এ বিষয়ে একমত হয়েছেন সংগঠনটির নেতারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। যদিও ইইউয়ের পক্ষ থেকে ইউক্রেনকে আরও অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছে হাঙ্গেরি। কিন্তু এবার তাদের আপত্তিকে পাশ কাটিয়েই কিয়েভকে টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইইউর বাকি সদস্য দেশগুলো। পরিকল্পনা অনুসারে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে ইউক্রেনকে ঋণ হিসেবে ৩৩ বিলিয়ন ইউরো এবং অনুদান হিসেবে আরও ১৭ বিলিয়ন ইউরো দেওয়া হবে। আর এ অর্থ যাবে সরাসরি ইইউর তহবিল থেকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে ইইউ নেতাদের কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল বলেছেন, ২৭ ইইউ সদস্যই ইউক্রেনের জন্য আরও ৫ হাজার ৪০০ কোটি ডলার সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছেন। তিনি বলেন, ‘এটি ইউক্রেনের জন্য অটুট, দীর্ঘমেয়াদি এবং অনুমানযোগ্য তহবিল।’ ইউক্রেনের সামরিক সহায়তা ইস্যুতে আলোচনা করার জন্য বৃহস্পতিবার একটি শীর্ষ সম্মেলন করেছিলেন ইইউর নেতারা। ওই বৈঠকের পরই ইউক্রেনকে এ সহায়তা প্যাকেজ প্রদানে সম্মত হন তারা। বৈঠকের আগেও শঙ্কা ছিল, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ সহায়তার অনুমোদন আটকে দেবেন।

কেন না, এর আগেও ডিসেম্বরে ইউরোপিয়ান সামিটে এ সহায়তা প্যাকেজ নিয়ে আলোচনা হলে তাতে অসম্মতি জানিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, এটি ‘ইউরোপের জন্য আনন্দের দিন।’

সর্বশেষ খবর