বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

থাইল্যান্ডে নির্বাচনে জয়ী সংস্কারবাদী দল বিলুপ্তির আদেশ আদালতের

কঠোর লেসে-ম্যাজিস্টি আইন (থাই রাজতন্ত্রকে যে কোনো ধরনের সমালোচনা কিংবা মানহানি থেকে সুরক্ষা আইন) পরিবর্তন করাটা সাংবিধানিক রাজতন্ত্রকে ধ্বংসের আহ্বান জানানোর শামিল

থাইল্যান্ডে গত বছর সাধারণ নির্বাচনে বিপুল ভোটে সর্বাধিক আসনে জয়লাভ করা ‘সংস্কারবাদী’ দল মুভ ফরোয়ার্ড পার্টি ভেঙে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বিবিসি জানায়, দলটি নির্বাচনে জয় পেলেও সরকার গঠন করতে বাধা দেওয়া হয়েছিল। আদালতের রায়ে মুভ ফরোয়ার্ড পার্টির ক্যারিশম্যাটিক, তরুণ সাবেক নেতা পিটা লিমজারোয়েনারট এবং আরও ১০ জন জ্যেষ্ঠ নেতাকে ১০ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধও করা হয়েছে।

দলটি নির্বাচনি প্রচারে থাইল্যান্ডের কঠোর রাজকীয় মানহানি আইন সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের এ সংস্কার প্রতিশ্রুতি অসাংবিধানিক বলে জানুয়ারিতে রায় দেন সাংবিধানিক আদালত। এরপর আদালতের পক্ষ থেকে দলটি ভেঙে দেওয়ার আদেশের রায় আসাটা একরকম অনুমিতই ছিল। দলটির বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করেছিল থাইল্যান্ডের নির্বাচন কমিশন। রায়ে আদালত বলেছেন, কঠোর লেসে-ম্যাজিস্টি আইন (থাই রাজতন্ত্রকে যে কোনো ধরনের সমালোচনা কিংবা মানহানি থেকে সুরক্ষা আইন) পরিবর্তন করাটা সাংবিধানিক রাজতন্ত্রকে ধ্বংসের আহ্বান জানানোর শামিল।

রাজতন্ত্রের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় অনির্বাচিত প্রতিষ্ঠানগুলো কতদূর যেতে ইচ্ছুক তা গতকালের আদালতের এ সিদ্ধান্তই স্মরণ করিয়ে দিচ্ছে। তবে আদালতের এ রায়েই থাই রাজনীতিতে সংস্কারবাদী আন্দোলনের অবসান ঘটাবে না। মুভ ফরোয়ার্ড পার্টির ১৪২ জন এমপি অন্য নিবন্ধিত দলে স্থানান্তরিত হবেন এবং পার্লামেন্টে প্রধান বিরোধী দলের ভূমিকা অব্যাহত রাখবেন বলে মনে করা হচ্ছে।

থাইল্যান্ডে রাজনৈতিক দল বিলুপ্ত করে দেওয়া নতুন কোনো ঘটনা   নয়। ২০২০ সালেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সে সময়ও নির্বাচনে অপ্রত্যাশিতরকম ভালো ফল করা ফিউচার ফরোয়ার্ড পার্টি ভেঙে দেওয়া হয়েছিল। সেই দলটিই পরে মুভ ফরোয়ার্ড পার্টিতে রূপান্তরিত হয়। থাইল্যান্ডে মত প্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার কারণে আইনটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে   এবং মুভ ফরোয়ার্ড পার্টির  ইশতেহারে এ আইনে সাজা কমানোর প্রস্তাব করা হয়েছে।

সর্বশেষ খবর