সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য রাজনীতিবিদকে হত্যার ষড়যন্ত্রের দায়ে গত মাসে গ্রেপ্তার হওয়া ইরান-সংশ্লিষ্ট এক পাকিস্তানি নাগরিককে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই পাকিস্তানির নাম আসিফ মার্চেন্ট। মার্কিন গোয়েন্দা সংস্থা জানায়, ওই পাকিস্তানি নাগরিকই মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বড় রাজনীতিবিদকে হত্যার ছক কষেছিল। তার সঙ্গে ইরানেরও যোগ রয়েছে। তবে সরাসরি ট্রাম্পের নাম করা হয়নি। অ্যাটর্নি জেনারেল মেরিক গরাল্যান্ড দাবি করেছেন, তালিকার মধ্যে ট্রাম্পও থাকতে পারেন। এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বলেছেন, ‘ইরানের পক্ষ থেকে সরাসরি ভাড়া করা খুনি দিয়ে বিপজ্জনক একটি হত্যা পরিকল্পনা করা হয়েছিল।’ আসিফ মার্চেন্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত জুনে নিউইয়র্কে গিয়ে একজন খুনি ভাড়া করার চেষ্টা করেছিলেন।