ইউক্রেনের সংঘাত চারপাশে ছড়িয়ে পড়তে পারে এমন ঝুঁকির বিষয়ে মস্কোর সতর্কতা যুক্তরাষ্ট্রের আমলে নেওয়া উচিত। গতকাল রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ কথা বলেন। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা বলেছিলেন রিয়াবকভ। এ সময় তিনি জানান, তাদের মধ্যে কোনো বৈঠক হবে না। কেননা, উভয় পক্ষেরই ‘বলার মতো কোনো কথা নেই।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা পৃথক একটি ব্রিফিংয়ে বলেছেন, কিয়েভকে রাশিয়ার গভীরে দূরপাল্লার হামলা চালানোর অনুমতি দেওয়া ইউক্রেনে সংঘাতের প্রকৃতি পরিবর্তন করবে। তিনি বলেন, ‘আমরা আটলান্টিকের উভয় পাশের বাজপাখিদের মনে করিয়ে দিতে চাই তারা আগুন নিয়ে খেলছে এবং বাস্তবতার সব জ্ঞান হারিয়ে ফেলেছে।’ এ সময় তিনি সতর্ক করে বলেন, ‘পশ্চিমের ঝুঁকির কারণে শুরু হওয়া সংঘাতের মাত্রা সম্পূর্ণ ভিন্ন হওয়ার ঝুঁকি বিশ্বের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে।’