দীর্ঘ ছয় বছর পর গতকাল বিধানসভার প্রথম অধিবেশন বসেছিল ভারতের জম্মু ও কাশ্মীরে। আর সরকার গঠনের পর প্রথম দিনেই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে বিধানসভা।
এদিন অধিবেশন শুরুর পর ‘পিপলস ডেমোক্র্যাটিক পার্টি’ (পিডিপি) বিধায়ক ওয়াহিদ পারা জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিবাদে একটি প্রস্তাবনা আনেন। পাশাপাশি জম্মু-কাশ্মীরে বিশেষ মর্যাদা ফিরিয়ে আনার দাবি জানান। স্পিকারকে উদ্দেশ করে প্রস্তাবনায় বলা হয়, ‘বিধানসভার অধিবেশনে আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়ে গেলেও আমি মনে করি স্পিকার হিসেবে আপনার ক্ষমতাবলে কিছু বিষয়কে আলোচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। কারণ এ বিষয়টি রাজ্যের মানুষের কাছে ভাবাবেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
কিন্তু স্পিকারের কাছে ওই প্রস্তাবনা পেশের পর বিজেপির ২৮ জন বিধায়কই ওয়েলে দাঁড়িয়ে তার প্রতিবাদ জানান। একসময় হট্টগোল পরিস্থিতি তৈরি হয়। বিধানসভার নিয়ম ভঙ্গ করে প্রস্তাবনা আনায় পিডিপি বিধায়ক ওয়াহিদ পারার বিধায়ক পদ খারিজের দাবি তোলেন বিজেপি বিধায়ক শ্যামলাল শর্মা। এ সময় স্পিকার প্রতিবাদরত বিজেপি বিধায়কদের নিজেদের আসনে বসার অনুরোধ করেন। কিন্তু স্পিকারের অনুরোধ সত্ত্বেও বিধানসভার অধিবেশনের মধ্যেই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।
স্পিকার জানান, এখনো পর্যন্ত তার কাছে এমন কোনো প্রস্তাবনা জমাই পড়েনি। তবে যদি জমা পড়ে তিনি বিষয়টি ভেবে দেখবেন।