৭৫ বছরের মধ্যে সবচেয়ে বড় দাবানলের সঙ্গে লড়াই করছে ফ্রান্স। যা প্যারিস শহরের চেয়েও বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। তা এখনো পুরোপুরি নেভেনি। কয়েকদিন ধরে তা জ্বলতেই থাকবে, যদিও বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে গতকাল ভোরে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
দেশটির দক্ষিণাঞ্চলের অড অঞ্চলে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন ২ হাজারেরও বেশি দমকলকর্মী ও ৫০০ বেশি অগ্নিনির্বাপক যানবাহন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেনাবাহিনী ও জাতীয় পুলিশ সদস্যরাও। মঙ্গলবার রিবোত গ্রামের পাশের এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। এ পর্যন্ত একজন নারী নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনই দমকলকর্মী। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
‘আগুন এখন নিয়ন্ত্রণে,’ -ফরাসি সংবাদমাধ্যমকে জানান অড প্রশাসনের সেক্রেটারি জেনারেল লুসি রোয়েশ। তবে পুরোপুরি নিভে যেতে এখনো সময় লাগবে বলে জানিয়েছেন অডের প্রিফেক্ট ক্রিশ্চিয়ান পুজে। তার ভাষায়, ‘এখনো অনেক কাজ বাকি।’
বিবিসি বলছে, দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে পানি ছোড়ার বিশেষ বিমান। ইতোমধ্যেই আগুনে এখন পর্যন্ত ১৭ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে- যা প্রায় ৪২ হাজার একরের সমান।
আগুনে ধ্বংসপ্রাপ্ত বনাঞ্চলে জনসাধারণের প্রবেশ অন্তত রবিবার পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। কারণ, সেসব এলাকায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে এবং এখনো বহু ঝুঁকি রয়ে গেছে। বিবিসি