জম্মু-কাশ্মীর থেকে আলাদা করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার পর থেকেই সেখানে ক্ষোভ বাড়ছিল। এবার সেই ক্ষোভের আগুন আবারও জ্বলে উঠেছে। রাস্তায় নেমেছে অনেক মানুষ। লাদাখের লে শহরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে এ আন্দোলন চালাচ্ছেন স্থানীয়রা। আন্দোলনকারীরা গতকাল লে শহরে সম্পূর্ণ বন্ধের ডাক দিয়েছিলেন। বন্ধ চলাকালীনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা লে-র বিজেপি কার্যালয়ে হামলা চালান। একই সঙ্গে পুলিশের সঙ্গেও তাদের ব্যাপক সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুঁড়েছে। একটি পুলিশ ভ্যানেও আগুন ধরিয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়েছে এবং লাঠিচার্জ করেছে। সাম্প্রতিক সময়ে লাদাখে এমন হিংসাত্মক ঘটনা এ প্রথম ঘটল। তিন বছর ধরে লাদাখের মানুষ কেন্দ্রের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন। তাদের প্রধান দাবি, লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া হোক এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করা হোক। -এনডিটিভি