ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার রাতে সংঘঠিত হওয়া এ ভূমিকম্প তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মেনে গ্রান্ডে শহর থেকে ২৭ কিলোমিটার দূরে এবং মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে। ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্প থেকে কোনো বড় সুনামির আশঙ্কা নেই।-এএফপি
তাই কোনো সতর্কতা জারি করা হয়নি। এর কয়েক ঘণ্টা আগে একই এলাকায় ৬.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা পাশের কলম্বিয়া এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আরুবা, কুরাসাও ও বোনায়ারেও অনুভূত হয়েছিল। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।